আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

মানিকগঞ্জে পুলিশ সুপারের সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

 

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ পুলিশ সুপারের সাথে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি)  দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেস (প্রশাসন ও অর্থ) সুজন সরকার (ক্রাইম এন্ড অপস) ইমতিয়াজ মাহবুব (জেলা বিশেষ শাখা)মোঃ সালাউদ্দিন (সদর সার্কেল) অফিসার ইনচার্জ সদর থানা(তদন্ত) জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরী,প্রেস ক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ কাবুল উদ্দিন খান,সামছুন নবী তুলিপ,হাফিজ উদ্দিন,মোঃ রুহুল জামাল সুজন,মহিউদ্দিন আহমেদ। মতবিনিময় সভায় সন্ত্রাস,মাদক,যানজট সহ বিভিন্ন বিষয়ে আলচনা করা হয়। এসকল সমস্যা সমাধানের ব্যপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ