আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

মানিকগঞ্জে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ আলী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কের বায়রা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের চর-গোবিন্দপুর গ্রামের আরশেদ আলীর ছেলে।
সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানান,সকালে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কের খোলাপাড়া এলাকায় মানিকগঞ্জগামী একটি ট্রাকের সাথে সিংগাইরগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ইউসুফ আলী মারাত্বক আহত হন। পরে স্থানীয়রা আহত ইউসুফ আলীকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এবিষয়ে সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান,খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরহতাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ