আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

সাভার প্রেসক্লাবের নির্বাচন শেষে চলছে ভোট গননা 

সাভার প্রতিনিধিঃ সাভারে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাভার প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন‌‌।

মঙ্গলবার (১৪ই জানুয়ারি) সকাল দশটা থেকে সাভার প্রেসক্লাবের কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে তা চলে বেলা চারটে পর্যন্ত। এখন চলছে ভোট গননার কাজ।

মোট ৫৪ জন ভোটার নিয়ে সাজানো হয়েছে এবারের নির্বাচন। এতে ১৩টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুই জন ও সাংগঠনিক সম্পাদক পদে দুই জন সহ অন্যান্য পদে বাকিরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনিয়র সাংবাদিক বরুন ভৌমিক কে প্রধান করে, তিন জন সহকারী নির্বাচন কমিশনারের সমন্বয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন চলাকালীন সময়ে সাধারণ ভোটারদের পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গনমাধ্যমের কর্মী উপস্থিত ছিলেন।এ সময় সেখানে বিভিন্ন রাজনৈতিক  ব্যক্তিবর্গরা নির্বাচন পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ