আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

সাভার প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন,  সভাপতি নাজমুল হুদা এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান 

আলোকিত কন্ঠ ডেস্কঃ সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি হয়েছেন নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক হয়েছেন জিয়াউর রহমান।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফালাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন, কমিশনে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ মাহমুদ ও সিনিয়র সাংবাদিক অরুপ রায়। তাদের সহায়তা করেন দৈনিক ইনকিলাব ও বিডিনিউজের সেলিম আহমেদ।

নানা জটিলতা কাটিয়ে প্রায় সাতবছর পর মঙ্গলবার দিনভর উৎসব মুখর পরিবেশে নির্বাচনে ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান করে ভোট উৎসব উপভোগ করেন।

নির্বাচনে সভাপতি পদে নিউজটুয়েন্টিফোরের নাজমূল হুদা ২৬ ভোট, দৈনিক ফুলকীর নাজমুস সাকিব ২০ ভোট ও দৈনিক যুগান্তরের মতিউর রহমান ৭ ভোট পেয়েছেন। সহসভাপতি পদে আজকালের খবরের আরিফুর রহমান ৩৭ ভোট, মানবজমিনের হাফিজ উদ্দিন ২৫ ভোট ও এটিএনবাংলার শেখ বাশার ১৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আরটিভির জিয়াউর রহমান ৩৪ ভোট ও বৈশাখী টিভির আব্দুল হালিম ১৯ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে বাংলাট্রিবিউনের নাদিম হোসেন ২২ ভোট, বাসসের রুপোকুর রহমান ১৩ ভোট, দৈনিক এশিয়ার চন্দন কুমার রায় ১০ ভোট ও তৌকির আহমেদ ৫ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে করতোয়ার এসএম সবুজ ২৯ ভোট ও মাছরাঙাটিভির সৈয়দ হাসিবুন নবী ২৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নিউজ গার্ডেনের ওমর ফারুক ২৮ ভোট ও খবরপত্রের রওশন আলী ২২ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে ফুলকীর এমদাদ হোসেন ২৯ ও দেশ রুপান্তরের ওমর ফারুক ২৪ ভোট পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকাপোষ্টের লোটন আচার্য্য ৪২ ভোট (সর্বোচ্চ) ও এস এ দুলাল ১২ ভোট পেয়েছেন। পাঠাগার সম্পাদক পদে নয়াদিগন্তের আমান উল্লাহ পাটোয়ারী ৩৯ ভোট ও এশিয়ান টিভির ফাহাদ ই আজম ১৩ ভোট পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে সমকালের গোবিন্দ আচার্য্য ৩৫ ভোট, জিটিভি ও ভোরের কাগজের আজিম উদ্দিন ২৯ ভোট, ডেইলি স্টারের আখলাকুর আকাশ ২০ ভোট ও গনকন্ঠের কাজী রেজাউল করিম বিপ্লব ১৮ ভোট পেয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ