সহিদুল ইসলাম লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশের সংখ্যাগরিষ্ট কৃষক জনগোষ্টিকে সংগঠিত করার লক্ষে সারা দেশে ৩ মাস ব্যাপি কৃষক সমাবেশের অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৪ নং দলগ্রাম ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম।
রবিবার(১৪ জানুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব খালেক সুপার মার্কেট চত্বরে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতে দেশনেত্রী বেগম খালোদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করেন।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের সঞ্চালনায় দলগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন লালমনিরহাট জেলা বিএনপির সহ- সভাপতি রোকন উদ্দিন বাবুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাহমুদুল হাসান, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুল হক মাষ্টার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বাবু বিধান চন্দ্র রায়, গোড়ল ইউনিয়ন বিএপির আহবায়ক গজর উদ্দিন পাটওয়ারী, কালভৈরব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা কৃষকদের সমস্যা, কৃষি উন্নয়ন, এবং সরকারি সহায়তার বিষয়ে আলোচনা করেন। কৃষক সমাজের উন্নয়নে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা দেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।কৃষক দল কৃষকদের পাশে থাকবে সবসময়। তাদরে দাবি দাওয়া নিয়ে কৃষক দল লড়াই সংগ্রাম করবে। সকল কৃষককে কৃষক দলের পতাকাতলে আসার আহ্বান জানান । এসময় সমাবেশে কৃষক দল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।