আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

কালীগঞ্জে “জাগো বাহে তিস্তা বাঁচাই” যৌথ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

 

সহিদুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে”জাগো বাহে তিস্তা বাঁচাই”কার্যক্রমের যৌথ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ বাবুর সঞ্চালনায় উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ও চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির অন্যতম সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির রুহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম আঙ্গুর ও সাধারণ সম্পাদক কুদরত মেহেরবান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম তানভীর সাবু, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হুমায়ূন কবির, সদস্য সচিব বিপ্লব হাসান রুমেল, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি রুবেলের দিন পাটোয়ারী,উপজেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম,
গণ অধিকার পরিষদের উপজেলা আহবায়ক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য আলমগীর হোসেন ও আয়মান সাদিক রুপম।

এসময় আরও উপস্থিত ছিলেন, সুশীল সমাজের লোকজন। আন্দোলন সফল করতে সভায় সকলেই সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। এবং বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

সভায় তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ আর ভোগান্তি লাঘবে আর তিস্তা নদীকে মানুষের কল্যাণে ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। এসময় তিস্তা বাঁচার এ আন্দোলনে সকলকে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ