আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

ঘিওরে যাচ্ছিল সয়াবিন তেল ভর্তি পিকাআপ, হেলপারসহ সাভার থেকে উধাও 

সাভার প্রতিনিধিঃ সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ৬০ ড্রাম সয়াবিন তেল ভর্তি একটি পিকআপ লুট করেছে ডাকাতরা। এসময় চালকের সহযোগীকে নিয়ে যায় তারা। এখন পর্যন্ত চালকের সহযোগী’র কোন খোঁজ পাওয়া যায় নি।

বুধবার (১৫ জানুয়ারি) ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজে এই ডাকাতির ঘটনা ঘটে।

পিকআপের হেলাপারের নাম পারভেজ, তিনি মানিকগঞ্জের ঘিওর থানার ঘিওর বাজারের আব্দুল কাদের ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ী টিটু সাহা  বলেন, গতকাল সোনারগাঁও এর মেঘনা মিল থেকে ২৫ লাখ টাকার সয়াবিন তেল ৬০ টি ড্রামে করে পিকআপে তোলা হয়। পরে রাতে সয়াবিন তেল নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা করে চালক ও চালকের সহযোগী। তারা ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় পৌঁছলে ৮/১০ জনের এক দল ডাকাত দেশীয় অস্ত্র ঠেকিয়ে চালকের সহযোগীসহ পিকআপটি লুট করে নিয়ে যায়।

পিকআপ চালক আমিনুল ভুঁইয়া বলেন, আমরা গতকাল রাতে মেঘনা মিল থেকে সয়াবিন তেল লোড করে মানিকগঞ্জের উদ্দেশ্য রওনা হই। ভোর ৪ টার দিকে আমরা ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজে পৌছলে একটি মাইক্রোবাস আমাদের গতিরোধ করে। পরে তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাদের গাড়ির কাগজ চায়। গাড়ির কাগজ বের করে দিলে ৮/১০ জন এসে দেশীয় অস্ত্র ঠেকিয়ে হেলপারসহ পিকআপটি লুট করে নিয়ে যায়। এখন পর্যন্ত হেলপারের কোন খোঁজ পাওনা যায় নি।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া  বলেন,  তেলসহ  পিকআপ লুট হওয়ার  অভিযোগ পেয়েছি ।  তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ