আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

মানিকগঞ্জে আরব সংস্থার নেতৃত্ব উন্নয়ন কর্মশালা

 

আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ “মেধা ও মননে সুন্দর আগামী”এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মানিকগঞ্জে বেসরকরি সংস্থা আরব এর নেতৃত্বে উন্নয়ন কর্মশালা অনুষ্টিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারী) মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া-গড়পাড়া রহিমা হাফিজ হাই স্কুলে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব) এর যৌথ সহযোগিতায় কর্মশালাটি অনুষ্টিত হয়।

ডাউটিয়া-গড়পাড়া রহিমা হাফিজ হাই স্কুলের প্রধান শিক্ষক মো: ফারুক হোসেনের সভাপতিত্বে এবং আরব সংস্থার কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার তাপস ঘোষ এর পরিচালনায় আলোচক হিসেবে কৈশোর কর্মসূচির উপর আলোচনা করেন মো: ফারুক খান, সিনিয়র শিক্ষক, ডাউটিয়া-গড়পাড়া রহিমা হাফিজ হাই স্কুল। শেষে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মো: ফারুক হোসেন। উক্ত কর্মশালায় ওয়ার্ড পর্যায়ের কিশোর-কিশোরী ক্লাবের সকল সদস্য ও মেন্টরগন অংশগ্রহণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ