আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

শেরপুর পৌরসভার নান্দনিক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

 

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: শেরপুর পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি করণ কল্পে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে একটি নান্দনিক ড্রেন, ফুটপাত, ইউনিব্লক সোল্ডার ও স্ট্রিট লাইট কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় শেরপুর পৌরসভার নান্দনিক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তরফদার মাহমুদুর রহমান।

এসময় শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, সচিব মোহাম্মদ বজলুল করিম, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী ও জামাত নেতা মাওলানা আব্দুল বাতেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্স এর প্রতিনিধি আপেল মাহমুদসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, পৌর শহরের প্রধান সড়ক এর কলেজ মোড় থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত প্রায় ৯০০ মিটার রাস্তার দু’পাশে উন্নত ড্রেন, ফুটপাত, স্ট্রিট লাইট এবং রাস্তা থেকে ড্রেনের পার পর্যন্ত ইউনিব্লক শোল্ডার নির্মাণ করা হবে। এ কাজের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৮ লক্ষ ৫৬ হাজার এবং চুক্তি দর ধরা হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ টাকা। কাজের সময় সীমা নির্ধারণ করা হয়েছে ৬ মাস। লোকাল গভর্মেন্ট কোভিড-১ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এল জি সি আর পি) এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

কাজটি সম্পন্ন করা হলে শেরপুর শহরের কলেজ মোড় থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার দুপাশে সৌন্দর্য বৃদ্ধি সহ সাধারণ পথচারীর চলাচলের সুবিধা হবে বলে পৌর কর্তৃপক্ষ মনে করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ