মুজাহিদুল ইসলাম, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি)সকালে মহানগরীর কাশিমপুরের ১নং ওয়ার্ডের জিরানী বাজার এলাকায় সিরাজগঞ্জ ফুট ভিলেজের পাশে উওরবঙ্গের টিকেট কাউন্টারের সামনের পাকা রাস্তার উপর একটি বড় ব্যাগের ভিতরে গাঁজাসহ দুই মাদক কারবারি রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ মেহেদী হাসান রাকিবকে আটক করে পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল হোসেন নামের আরেক মাদক কারবারি পালিয়ে যান।গ্রেপ্তারকৃত আসামি হলেন,কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চন্ডিপুর গ্রামের টিপু মিয়ার ছেলে। এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করে আসছিলেন।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho