আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

সকালের নাস্তা করতে গিয়ে ৩ মোটরসাইকেল আরোহী নিহত 

আলোকিত কন্ঠ ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মায়ানী বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা নিপ্পু বড়ুয়া (৪৩) ও সনি বড়ুয়া (৩৭)।

মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন জানান, বড়ুয়া পাড়ার তিনজন মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডে একটি হোটেলে নাস্তা করতে যান। নাস্তা করে বাড়ি ফেরার পথে দ্রতগামী বাসচাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তারা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, সুফিয়া রোড এলাকায় দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পরই হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ