আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

হাজারীবাগে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, চারতলা ভবনের চতুর্থ তলায় গোডাউনে আগুন লেগেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

এদিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, অগ্নিকাণ্ডে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছেন বিজিবির এক প্লাটুন সদস্য।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ