শেরপুর প্রতিনিধি: ছাত্তারকান্দি ও পূর্ব সুলতানপুর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার বিকালে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় শেরপুর সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো: আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গণতন্ত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম আঙ্গুর, প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ৩ নং বাজিতখিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মো: বজলুর রশিদ, শেরপুর জেলা কৃষক দলের সাবেক প্রচার সম্পাদক মো: জাকির হোসেন, সাবেক দপ্তর সম্পাদক মো: আবু সালে মুছা, ৩ নং বাজিতখিলা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হারেজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আব্দুল আলীম, যুগ্ম আহ্বায়ক মো: জিয়াউল হক জিয়া, সদস্য সচিব মো: রহুল আমীন, ছাত্র দলের সহ-সভাপতি মো: রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাব্বি, মো: রবিউল, এবি পার্টি সদর উপজেলা শাখার নেতা মো: রাজু মনি, শেরপুর জজ কোর্টের জিপির সহকারী আইনজীবী মো: আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুর রহমান আল উজ্জ্বল, বিশিষ্ট মুরগী ব্যবসায়ী মো: নাছির উদ্দিন, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী মো: ফিরোজ মিয়া,৩ নং বাজিতখিলা ইউনিয়নের সমাজ সেবক ও যুবনেতা মো: জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।
রাজু, সবুজ, সুমন, রুবেল, মিজান, জাহিদ, জিহান, হৃদয়, শাকিল, স্বপন ও আনন্দের আয়োজন এবং ছাত্তারকান্দি প্যারাডাইজ জামে মসজিদের সভাপতি মো: আবু আসলামের সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহন করে বাজিতখিলা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব বনাম তেরাবাজার একাদশ।
খেলার শুরুতে টসে জিতে ব্যাটিং করে ১০ ওভারে ১৩৪ রান তেরাবাজার একাদশ। পরে ১০ ওভারে বাজিতখিলা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব রান করে ৪৪ রান। ৯০ রানের ব্যবধানে বাজিতখিলা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয়ী হয় তেরাবাজার একাদশ। পরে বিজয়ী দলের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।