আফজাল হোসেন – বিশেষ প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ৩১ জানুয়ারি শুক্রবার নির্মান শ্রমিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। গত তিন দিন যাবৎ মনোনয়ন পত্র বিতরণ করার পর আজ ১৭ জানুয়ারি শুক্রবার বিকাল ৫ ঘটিকায় মনোনয়ন বিতরণ বন্ধ করা হয়। জানা যায় বারহাট্টা উপজেলায় মোট ৯৭৩ টি ভোটার। আগামী রবিবার মনোনয়ন পত্র জমা দেয়ার পর প্রতীক দেয়া হবে। এবং ৩১ জানুয়ারি গোপালপুর বাজার মর্নিং গ্লোরি কিন্ডারগার্টেনে নির্বাচনটি অনুষ্ঠিত হবে।
মোট ১১ টি পদের মনোনয়ন পত্র বিভিন্ন প্রার্থীরা সংগ্রহ করেছে বলে জানিয়েছে নির্মান কমিটির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার
নারায়ন চন্দ্র সরকার। এই সময় সহকারী নির্বাচন কমিশনার আলতাবুর রহমান হানিফ, মনোয়ার হোসেন, শামীম মিয়া, জান্নাতুল ইসলাম রমজান, মোঃ ইয়াকুব আলী, মনোয়ার হোসেন মনু, আশরাফুর রহমান সাগর সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নির্মান শ্রমিকেরা উপস্থিত ছিলেন।