নিজস্ব প্রতিবেদকঃ শুধু বিনোদনের জন্য নয়, আয়েরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ইউটিউব। লাখো মানুষ জনপ্রিয় এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে মাসে হাজার হাজার ডলার উপার্জন করছেন।
প্ল্যাটফর্মটি আরও আকর্ষণীয় ও ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে নতুন ফিচার আনতে কাজ করছে। ইউটিউব এবার পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে একটি নতুন বাটন, যার নাম দেওয়া হয়েছে ‘প্লে সামথিং’।
‘প্লে সামথিং’ বাটনটি দেখতে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা লেখার একটি সাধারণ বাটন। এটি বটন বারের ঠিক উপরের দিকে দৃশ্যমান হবে। এই বাটনে ক্লিক করলেই শর্টস প্লেয়ারে একটি র্যান্ডম ভিডিও চালু হবে।
ফিচারটি শুধু শর্টস নয়, রেগুলার কনটেন্টও চালানোর সুযোগ দেবে।
ব্যবহারকারীরা লাইক, ডিসলাইক, কমেন্ট এবং শেয়ার করার মতো নিয়মিত ফিচারগুলোও একই স্ক্রিনে ব্যবহার করতে পারবেন। স্ক্রিনের ডানদিকে এই বাটনটি দেখা যাবে। তবে এই ফিচার কেবলমাত্র মোবাইল ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে।
ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
তবে ইউটিউব জানিয়েছে, ‘প্লে সামথিং’ শিগগিরই উন্মুক্ত করা হতে পারে। গুগল ফিচারটির কার্যকারিতা নিশ্চিত করতে শেষ মুহূর্তের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
ইউটিউব এর আগেও নতুন ফিচার আনার পরিকল্পনার কথা জানিয়েছিল। গত অক্টোবরেই তারা ঘোষণা করেছিল, প্লেলিস্টের থাম্বনেল থেকে স্লিপ টাইমার এবং মিনি প্লেয়ারের নতুন ডিজাইনসহ আরও অনেক কিছু ব্যবহারকারীদের জন্য আসছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘প্লে সামথিং’।