আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

ইরান ও রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই, যা থাকছে চুক্তিতে 

 

নিজস্ব প্রতিবেদকঃ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন দু’দেশের মধ্যে একটি ব্যাপকভিত্তিক যৌথ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছেন।

৪৭ ধারাবিশিষ্ট চুক্তিটি শুক্রবার প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মস্কো সফরে স্বাক্ষরিত হয়।

ক্রেমলিন প্রাসাদে ঐতিহাসিক এ চুক্তি স্বাক্ষরের পর দুই প্রেসিডেন্ট বলেছেন, কৌশলগত অংশীদারিত্ব চুক্তি তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী হওয়ার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এ চুক্তির মাধ্যমে একটি নতুন দলিলের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আকাঙ্ক্ষা ব্যক্ত করল ইরান ও রাশিয়া।

কর্মকর্তারা বলছেন, যেভাবে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সম্পর্কের বিস্তার ঘটছিল তাতে এর আগে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না বলেই নতুন চুক্তি স্বাক্ষরের প্রয়োজন দেখা দিয়েছিল।

বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে বিশেষ করে বিশ্বের ওপর মার্কিন আধিপত্য বিস্তারের বিরোধিতার ক্ষেত্রে তেহরান ও মস্কো অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। দু’দেশই এমন একটি বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চায় যেখানে বিশ্বের সকল দেশ সমান মর্যাদার অধিকারী হবে।

ইরান ও রাশিয়ার কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে রাজনৈতিক সম্পর্কসহ দ্বিপক্ষীয় সহযোগিতার সবগুলো দিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ