আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

কাশিমপুরে পৃথক দুই অভিযানে আটক ৩

 

গাজিপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর কাশিমপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনসহ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে কাশিমপুরের ৬নং ওয়ার্ডের বারেন্ডা রওশন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে নারায়ণ প্রকাশ পিচ্চা হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাওন মোল্লা ও সুমন শেখকে আটক করে।

অপরদিকে ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ জিএমএস কম্পোজিট ফ্যাক্টরির সামনে থেকে জিএমএস ফ্যাক্টরিতে এডমিন অফিসার পদে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে আরিফ হোসেন নামের এক প্রতারককে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন,গাজীপুর মহানগর কাশিমপুর থানার বারেন্ডা লালদিঘি গ্রামের মৃত আব্দুর রব কসাইয়ের ছেলে শাওন মোল্লা ও ফরিদপুর জেলার বোয়ালমারী থানার খামারপাড়া গ্রামের মৃত মাহাতাব শেখ এর ছেলে সুমন শেখ এবং টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সুতী-দিঘুলী পাড়া গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে আরিফ হোসেন।

এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণ প্রকাশ পিচ্চা হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনসহ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ