আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

কালীগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার

 

সহিদুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম ।

রবিবার (১৯ জানুয়ারী) দুপুরে পুলিশ সুপার থাানা পরিদর্শনে আসলে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এসময় থানার একটি চৌকস টিম পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন স্থাপনা, ব্যারাক, মেস, মালখানা, অস্ত্রাগার, হাজতখানাসহ থানার বিভিন্ন কার্যক্রম ও রেজিস্ট্রারসমূহ পরিদর্শন করেন এবং এলাকার আইন-শৃঙ্খলা, স্বাভাবিক রাখতে সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা এবং দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন’সহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ