০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন বলতে যা বোঝায় আমরা তাই প্রতিষ্ঠা করতে চাই; প্রধান নির্বাচন কমিশনার

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৪:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

রাউফুর রহমান পরাগ: সঠিক নির্বাচন বলতে যা বোঝায় আমরা তাই প্রতিষ্ঠা করতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (২০ জনুয়ারী) দুপুরে ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনের প্রাক্কালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন ৫ আগস্ট এর বিপ্লব আমাদের একটি সুযোগ এনে দিয়েছে, এই সুযোগের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে, ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ, ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এ বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটি অপরচুনিটি  পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটি করতে হবে, আমাদের কাজটার প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু ভোটার তালিকা, আমাদের ভোটের ট্রেন যখন যাত্রা করল ভোটারদেরকে সাথে নিতে হবে। এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে আমাদের সঠিক অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবে। আমরা অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুরো দেশবাসীকে পাশে চাই। আমরা পুরো দেশবাসীর সহযোগিতা নিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করব।যেদিন মানুষ ভয়-ভীতিহীন ভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, সেদিন আমরা মনে করি ভোটের অধিকার প্রতিষ্ঠা পাবে।

এ সময় তিনি আরো বলেন অধিকার প্রতিষ্ঠার জন্য জাতি ঐক্যবদ্ধ হতে জানে, সুতরাং এই হালনাগাদ কর্মসূচি আজকে মাত্র শুরু হল, পছন্দমত ভোট দেওয়া, গণনা করে আপনার পছন্দের প্রার্থী ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হনন করতে না পারে, কেউ যাতে ভোটকেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, সেই জনপ্রতিনিধি গড়ে তুলতে হবে। আমাদের চেষ্টা থাকবে আগামী ছয় মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করা। পুরো কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে ৬৫ হাজার লোকবল। যারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিক ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন।

এদিকে ২০২২ সালে নেওয়া তিন বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এতে ১৮ লাখের মতো ভোটার আগামী মার্চে যোগ হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। বাড়ি বাড়ি হালনাগাদে ১৯ লাখ নতুন ভোটার তালিকায় যোগ হতে পারে।

উক্ত অনুষ্ঠানে নির্বাচন কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি সহ নির্বাচন কমিশন সচিবালয়ের উধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা প্রেস ক্লাবে হামলা, ডিবিসি ও বেতারের সাংবাদিকসহ আহত ১০

নির্বাচন বলতে যা বোঝায় আমরা তাই প্রতিষ্ঠা করতে চাই; প্রধান নির্বাচন কমিশনার

প্রকাশের সময়ঃ ০৪:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

 

রাউফুর রহমান পরাগ: সঠিক নির্বাচন বলতে যা বোঝায় আমরা তাই প্রতিষ্ঠা করতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (২০ জনুয়ারী) দুপুরে ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনের প্রাক্কালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন ৫ আগস্ট এর বিপ্লব আমাদের একটি সুযোগ এনে দিয়েছে, এই সুযোগের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে, ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ, ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এ বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটি অপরচুনিটি  পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটি করতে হবে, আমাদের কাজটার প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু ভোটার তালিকা, আমাদের ভোটের ট্রেন যখন যাত্রা করল ভোটারদেরকে সাথে নিতে হবে। এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে আমাদের সঠিক অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবে। আমরা অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুরো দেশবাসীকে পাশে চাই। আমরা পুরো দেশবাসীর সহযোগিতা নিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করব।যেদিন মানুষ ভয়-ভীতিহীন ভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, সেদিন আমরা মনে করি ভোটের অধিকার প্রতিষ্ঠা পাবে।

এ সময় তিনি আরো বলেন অধিকার প্রতিষ্ঠার জন্য জাতি ঐক্যবদ্ধ হতে জানে, সুতরাং এই হালনাগাদ কর্মসূচি আজকে মাত্র শুরু হল, পছন্দমত ভোট দেওয়া, গণনা করে আপনার পছন্দের প্রার্থী ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হনন করতে না পারে, কেউ যাতে ভোটকেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, সেই জনপ্রতিনিধি গড়ে তুলতে হবে। আমাদের চেষ্টা থাকবে আগামী ছয় মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করা। পুরো কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে ৬৫ হাজার লোকবল। যারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিক ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন।

এদিকে ২০২২ সালে নেওয়া তিন বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এতে ১৮ লাখের মতো ভোটার আগামী মার্চে যোগ হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। বাড়ি বাড়ি হালনাগাদে ১৯ লাখ নতুন ভোটার তালিকায় যোগ হতে পারে।

উক্ত অনুষ্ঠানে নির্বাচন কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি সহ নির্বাচন কমিশন সচিবালয়ের উধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।