আলোকিত কন্ঠ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সোনালি যুগ আজ থেকে শুরু হলো। সামনের দিনগুলোয় আমাদের দেশ আরও মহান আরও শক্তিশালী এবং অতীতের চেয়ে আরও অসাধারণ হয়ে উঠবে। আমার একমাত্র লক্ষ্য-আমেরিকা ফার্স্ট। আমেরিকাকে পতন থেকে উদ্ধারে ঈশ্বর আমার জীবন বাঁচিয়েছেন।’ এমনইভাবে জাতিকে স্বপ্নের কথা শোনান নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিহাস গড়ে দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয় পাওয়ার ৭৭ দিন পর সোমবার স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় রাত ১১টা) শপথ নেন তিনি। শপথ নেন নতুন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্প দুটো বাইবেলে হাত রেখে শপথ নেন। একটি বাইবেল তার মায়ের দেওয়া। অন্যটি আব্রাহাম লিংকনের। ১৮৬১ সালে আব্রাহাম এই বাইবেল ছুঁয়ে শপথ নিয়েছিলেন। শপথের পর বক্তব্যের শুরুতে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের স্বাগত জানান। দ্বিতীয় মেয়াদে তার প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়েছে এখানে সংঘটিত ভয়াবহ প্রতারণার ঘটনাগুলোকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার জন্য। একই সঙ্গে জনগণকে তাদের আস্থা, তাদের সম্পদ, তাদের গণতন্ত্র এবং বস্তুত তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার রায় দিয়েছে। এই মুহূর্ত থেকে আমেরিকার পতনের শেষ হয়েছে। তিনি বলেন, আজ থেকে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে। সারা বিশ্বে আবার সম্মান অর্জন করবে। যুক্তরাষ্ট্রকে দেখে ঈর্ষা করবে সব দেশ। কাউকে আর মার্কিনিদের ব্যবহার করে সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হবে না।
যুক্তরাষ্ট্রকে পরাজিত করা বা ভয় দেখানো যাবে না মন্তব্য করে ট্রাম্প বলেন, আমরা ব্যর্থ হব না। এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মুক্ত, সার্বভৌম এবং স্বাধীন… ভবিষ্যৎ আমাদের। আকাশেও যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় থাকবে বলে জানান তিনি। ট্রাম্প বলেন, মার্কিন নভোচারীরা মঙ্গল গ্রহে গিয়ে বিজয়ের নতুন ইতিহাস রচনা করবেন। ট্রাম্প দেশের ‘সার্বভৌমত্ব’ পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রকে ঠিক কিভাবে দেখতে চান সে দিকটাই ট্রাম্প তার বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, আমাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা পুনরুদ্ধার করা হবে, ন্যায়বিচারের দাঁড়িপাল্লা পুনরায় ভারসাম্যপূর্ণ হবে। মার্কিন বিচার বিভাগের ‘জঘন্য, সহিংস ও অন্যায্য অস্ত্রায়ন শেষ হবে।’