নিজস্ব প্রতিবেদকঃ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক খুলে দেওয়ার দাবিতে বিশাল জন সমাবেশের ৪০ হাজার শ্রমিক ও কর্মচারীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি দেওয়া হয়েছে।
মঙ্গলবার(২১ জানুয়ারী) দুপুর ২ টায় আশুলিয়ার শ্রীপুরে সানসিটি মাঠে বিশাল গন সমাবেশের মাধ্যমে শ্রমিকরা তাদের দাবি দাওয়া তুলে ধরেন।
জানা যায়,বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে প্রায় ৪০ হাজার শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীর পরিবার দূর্বিষহ জীবন যাপন করছে। তাই তাদের দাবী বন্ধ হওয়া সকল কারখানা খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা সহ নানা দাবী জানিয়ে তারা এই বিশাল গন সমাবেশের আয়োজন করেন।
প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠির মাধ্যমে তারা জানান, বৈষম্যহীন নতুন বাংলাদেশর যে স্বপ্ন নিয়ে জুলাই বিল্পবের পরবর্তী প্রধান কান্ডারী আপনি। কিন্তু নতুন বাংলাদেশের শুরুতে বৈষম্যের শিকার বেক্সিমকোর ৪০ হাজার শ্রমিক কর্মচারী। অথচ আমরা দেশের কল্যানে কাজ করে যাচ্ছি। প্রতিবছর ৩০০ থেকে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে এই কোম্পানি। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ভবিষ্যতে এই কোম্পানির মাধ্যম আমরা দেশের জন্য অবদান রাখতে চাই। তাই আমাদের একটাই প্রার্থনা কারখানা খুলে দিয়ে আমাদের নতুন করে বাঁচতে দেন।