আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

কালীগঞ্জে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

 

সহিদুল ইসলাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ চামটাহাট বাজারের অবস্থিত মা ট্রেডার্স এর মালিক মোঃ খাইরুল ইসলাম (৩৮) নামের এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তহিদুল নামের এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (২১) জানুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চামটাহাটের পূর্বপাশ্বে অন্তরঙ্গ সিনেমা হল এলাকায় ওই ব্যবসায়ীর নির্মাণাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে হুমকি দেয়ার ঘটনা ঘটে।

তহিদুল ইসলাম উপজেলার মৌজা শাখাতী এলাকার নুরুল হকের ছেলে।

জানা গেছে, কালীগঞ্জ থানাধীন মৌজা শাখাতী, চামটাহাট অন্তরঙ্গ সিনেমা হলের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তা সংলগ্ন দক্ষিণ পার্শ্বে নুরুল হকের ৪২ শতক জমি দুই বছর পুর্বে ক্রয় করেন মা ট্রেডার্সের মালিক খাইরুল ইসলাম ।

উক্ত জমি ক্রয় করার পর ওই জমিতে বিল্ডিং ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করিয়া আসিতেছে ওই ব্যবসায়ী । উক্ত জমিতে বিল্ডিং ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা অবস্থায় নুরুল হকের ছেলে তহিদুল ইসলাম ৫/৭ মাস পূর্ব হইতে ক্রয়কৃত জমিতে আসিয়া এক লক্ষ টাকা চাঁদা দাবী করেন। তার দাবীকৃত টাকা না দেয়ায় তহিদুল ২১ জানুয়ারী সকাল সাড়ে ৯ টার দিকে উক্ত জমিতে থাকা বিল্ডিং ঘরের কাজ করানো অবস্থায় তহিদুল ধারালো ছোড়া হাতে নিয়ে উক্ত জমিতে আসিয়া আবারও পূর্বের ন্যায় এক লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে কাজ করার জন্য বাধা নিষেধ করে তহিদুল ।

একপর্যায়ে তহিদুলের সাথে ব্যবসায়ী খাইরুল ইসলামের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তহিদুল ওই ব্যবসায়ীকে প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

এ ব্যাপারে অভিযুক্ত তহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয় তহিদুলের বাবা নুরুল হক বলেন, ছেলেটা আমার নেশা করে আমাকেও মারধর করে আমি এখন কি করি। জমি বিক্রি করা টাকা পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন টাকা বুঝে নিয়ে তারপর দলিলে সাক্ষর করেছি।

এ বিষয়ে মা ট্রেডার্সের মালিক বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল ইসলাম বলেন, নুরুল হকের নিকট জমি দলিল করে নেয়ার দুবছর হয়েছে, টাকাও পরিশোধ করেছি। তারপরও তার ছেলে তহিদুল নেশা করে আমার কাছে টাকা দাবী করতেছে আজ সকালে আবার আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে।আমি এর বিচার চাই। এ বিষয় থানায় কোন অভিযোগ করেছে কি না এমন প্রশ্নের জবাবে ওই ব্যবসায়ী বলেন, মামলার প্রস্তুতি চলছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ