মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) হিসেবে আফসান-আল-আলম যোগদান করেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের এই নবীন কর্মকর্তা যোগদান উপলক্ষে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা পুলিশের এই নবীন চৌকস কর্মকর্তা ৩৬ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ তিনি সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল, নরসিংদী) হিসেবে কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho