আফজাল হোসেন – বিশেষ প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টা উপজেলা গোড়াউন্দ সিদ্দিক নগরে বহুল-আলোচিত ছিরাতুস সিদ্দিকিয়া ফাউন্ডেশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২১- ২২ জানুয়ারি বোধ ও বৃহস্পতিবার এতিমখানা জান্নাতুল উলুম দাখিল মাদ্রাসার মাঠে দুই দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হয়।
এসএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য জনাব খন্দকার গোলাম মেহেরবান সিদ্দিকীর গুভাগমনে নানা আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান টি পালিত হয়েছে।
বিশেষ আয়োজনের মধ্যে এলাকাবাসীর জন্য ছিলো সাঁতার প্রতিযোগিতা। এছাড়াও গোড়াউন্দ ছিদ্দিকিয়া ও শামছুল হুদা এতিমখানা ও এতিমখানা জান্নাতুল উলুম দাখিল মাদ্রাসার ছাত্রদের মধ্যে মিনিবার ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এবং শিক্ষকদের জন্যে অন্ধের হাড়ি ভাঙ্গা, পরিচালকদের জন্যে অন্ধের হাঁস ধরা,কমিটির জন্যে বেলুন ফোটানো, আমন্ত্রিত অতিথিদের জন্যে টার্গেট হিট সহ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্যে ছিলো নানা প্রতিযোগিতা ও পুরস্কার।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খন্দকার গোলাম মেহেরবান সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার কামরুল ইসলাম রুবেল গাজিপুর, বিশিষ্ট সমাজসেবক নাঈম কাউছার গাজিপুর, বিশিষ্ট শিল্পপতি আবুল খায়ের আকন্দ টিটু, সভাপতি গোড়াউন্দ ছিদ্দিকিয়া ও শামছুল হুদা এতিমখানা। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের দাতা সদস্য তানজিমুল ইসলাম ও কামাল আজাদ বাবুল বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আঃ রাজ্জাক, ডাঃ আঃ রউফ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক গণ উপস্থিত ছিলেন।