রাউফুর রহমান পরাগ : পূর্ব ঘোষণা অনুযায়ী দাবি আদায় না হওয়ায় নবীনগর - চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে বেক্সিমকোর আন্দোলনরত শ্রমিকরা। বিকেল ৪ টার দিকে শ্রমিকরা রাস্তা অবরোধ শুরু করে।
গতকাল শ্রমিকদের এক গণসমাবেশে আজকে বিকাল ৩ টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়। তাদের দাবির প্রেক্ষিতে সুনির্দিষ্ট কোন ঘোষণা না পেয়ে তারা সড়ক অবরোধ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলছে।ইতিমধ্যে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ লক্ষ্য করা গেছে। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কারো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho