১১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বুধবার শেরপুর সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দসহ কলেজের কর্মকর্তা-কর্মচারীরা।

মেলায় বিভিন্ন সৃজনশীল স্টল বসানো হয়েছে, যেখানে অংশ নিয়েছে কলেজের রোভার স্কাউট, বিভিন্ন ডিপার্টমেন্ট সহ সাধারণ শিক্ষার্থীরা। স্টল গুলোতে তুলে ধরা হয়েছে- হরেক রকম বইয়ের সমাহার, পিঠার বাহার, শেরপুরের ঐতিহ্যবাহী খাবার, অর্থকরী ফসলের প্রদর্শনী, অঞ্চলভিত্তিক ফসলের মানচিত্র, কুটির শিল্পের দৃষ্টিনন্দন প্রদর্শনী ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

এই উৎসব মেলা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উদ্ভাবনী চেতনার বিকাশে শেরপুর সরকারি কলেজের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বলে মনে করছেন দর্শনার্থীরা। এছাড়া এ মেলা তারুণ্যের শক্তি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ বলেন, তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এ তারুণ্য মেলা। এই মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন উদ্যোক্তা তারা আমাদেরই তরুণ শিক্ষার্থী বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী। নিজেরা নিজেদের অক্লান্ত পরিশ্রমে তাদের সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছে। তারা নিজেরা চাকরি করতে চাচ্ছে না, তারা মেসেজ দিতে চাচ্ছে নিজেরা বিভিন্ন ভাবে উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরি দেয়ার ব্যবস্থা করবে, নিজেদের স্বাবলম্বী করবে এবং এর মাধ্যমে দেশ বদলাবে, জাতি বদলাবে। এই মেলা তারুণ্যদের উদ্দীপনা আমাদের জাতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মধুখালীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

শেরপুরে দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৬:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

 

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বুধবার শেরপুর সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দসহ কলেজের কর্মকর্তা-কর্মচারীরা।

মেলায় বিভিন্ন সৃজনশীল স্টল বসানো হয়েছে, যেখানে অংশ নিয়েছে কলেজের রোভার স্কাউট, বিভিন্ন ডিপার্টমেন্ট সহ সাধারণ শিক্ষার্থীরা। স্টল গুলোতে তুলে ধরা হয়েছে- হরেক রকম বইয়ের সমাহার, পিঠার বাহার, শেরপুরের ঐতিহ্যবাহী খাবার, অর্থকরী ফসলের প্রদর্শনী, অঞ্চলভিত্তিক ফসলের মানচিত্র, কুটির শিল্পের দৃষ্টিনন্দন প্রদর্শনী ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

এই উৎসব মেলা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উদ্ভাবনী চেতনার বিকাশে শেরপুর সরকারি কলেজের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বলে মনে করছেন দর্শনার্থীরা। এছাড়া এ মেলা তারুণ্যের শক্তি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ বলেন, তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এ তারুণ্য মেলা। এই মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন উদ্যোক্তা তারা আমাদেরই তরুণ শিক্ষার্থী বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী। নিজেরা নিজেদের অক্লান্ত পরিশ্রমে তাদের সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছে। তারা নিজেরা চাকরি করতে চাচ্ছে না, তারা মেসেজ দিতে চাচ্ছে নিজেরা বিভিন্ন ভাবে উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরি দেয়ার ব্যবস্থা করবে, নিজেদের স্বাবলম্বী করবে এবং এর মাধ্যমে দেশ বদলাবে, জাতি বদলাবে। এই মেলা তারুণ্যদের উদ্দীপনা আমাদের জাতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।