মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে চড়ুইভাতী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর বুধবার ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া পুটল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক চড়ুইভাতী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইগাত উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ফারহানা পারভীনের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর ভবতোষ পাল,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি এস এম রমজান, হাতীবান্ধা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য মোঃ আঙ্গুর ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পিটিএ সভাপতি মোঃ আব্দুস সামাদ,৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হযরত আলী, জমি দাতা সদস্য মোঃ আরিফুর রহমান,অভিভাবক সদস্য মো: মিলন মিয়া সহ অনেকেই।
কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, ইসলামিক গান, দেশাত্মবোধক গান, আধুনিক গান,শেরপুরের ইতিহাস উপস্থাপন সহ বিভিন্ন শিশুতোষ শ্লোগান,কোরাস ব্যায়াম ও অন্যান্য কারুকাজ কাজ পরিবেশন করা হয়।
এতে প্রধান অতিথি সহ সকল অতিথিগন মুগ্ধতা প্রকাশ করে বিদ্যালয়ের সকল কে অভিনন্দন জানান এবং প্রতিটি বিদ্যালয়ে এধরণের আয়োজন করার জন্য আহবান জানান।
এছাড়াও অতিথিগন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
পরবর্তীতে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওবায়দুল্লাহকে এক সম্মাননা স্বারক উপহার দেওয়া
হয়।
আলোচনা শেষে সকল শিক্ষার্থী,শিক্ষক, অতিথি, অভিভাবক সহ এলাকার একাংশের মাঝে চমৎকার খাবার বিতরণ করা হয়। দিনব্যাপী এ উৎসব আয়োজন এলাকার মাঝে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে।