আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

মানিকগঞ্জের ঘিওরে সাবেক ছাত্রদল নেতা লাভলু হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের ঘিওরয়ের চাঞ্চল্যকর ছাত্রদল নেতা লাভলু হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২২ জানুয়ারি বুধবার যশোর জেলার কোতোয়ালি উপজেলার পোলতা ডাংগা এলাকা থেকে গোপন সম্পদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ঘিওর উপজেলার ঘিওর গ্রামের আবু বকর সিদ্দিক আবুল ছেলে শেখ রাসেল (২০) এবং একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সিফাত (২১)।

মামলা সূত্রে জানা জায়, গত ৯ ডিসেম্বর দুপুরে রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে দুর্বৃত্তের হামলায় নিহত হয় ছাত্রদল নেতা লাভলু মিয়া। এ ঘটনার পরদিন লাভলুর ভাই টিপু সুলতান ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আলীম খান মনোয়ারকে প্রধান আসামি থানায় হত্যা মামলা করেন। মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়।

এ বিষয় ঘিওর থানার ভারত্ব কর্মকর্তা (ওসি) রফিকুল আলম বলেন, লাভলু হত্যা মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ও গ্রেফতারের চেষ্টা চলছে। প্রধান আসামি উপজেলা বিএনপির সহ- সভাপতি আব্দুল আলীম খান মনোয়ার জামিনে আছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ