আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা পর্ষদ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রায়হান উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে
পুটাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলার সহ- সভাপতি ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল বাসার আব্বাসী,বিশিষ্ঠ সমাজসেবক, শাহীনুর রহমান (শাহীন) ইঞ্জিনিয়ার সোহেল রানা ব্যবসায়ী মিমুলিয়া,বিএনপি নেতা আব্দুল করিম, মুল্লুক, রফিকুল ইসলাম প্রমুখ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এর সার্বিক তত্বাবধানে এবং শরীরচর্চা শিক্ষক বিশ্বজিৎ কুমার বিশ্বাস এর পরিচালনায় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।