
মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে থানা কম্পাউন্ডে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ২ টায় শেরপুর সদর থানা প্রাঙ্গনে আয়োজিত চৌকিদার প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে থানা এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্বৃত্তদের তথ্য দিয়ে থানা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান এবং তাদের সুবিধা অসুবিধার বিষয়ে আলোচনা-সহ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল-আলম, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলমসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও চৌকিদারগণ উপস্থিত ছিলেন।