আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা ও মাদক মামলায় গ্রেফতার ১

 

রাউফুর রহমান পরাগ : মাদক ব্যবসা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার ঘটনায় পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একাধিক হত্যা মামলার পলাতক আসামি মতিউর রহমান মতিন এর বিশ্বস্ত সহচর ও ভূমি দস্যু কামাল হোসেন-কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ই জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। এসময় তিনি বলেন আশুলিয়া থানার মামলা নং ১৩,৮,২৪ এর ৩৯ নাম্ভার আসামি কামাল হোসেন-কে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার দুপুর ১২ টার সময় আশুলিয়া থানার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পিবিআই এর অধিণে আরও ৩ টা মামলা তদন্তধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামি হলো কামাল হোসেন (৫০) পিতা মৃত আইয়ুব আলী, গ্রাম পবনারটেক, থানা আশুলিয়া, জেলা ঢাকা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ