আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ ইং

বানরের ধাক্কায় ছাদ থেকে পড়ে দশম শ্রেণি ছাত্রীর মৃত্যু  

আলোকিত কন্ঠ ডেস্কঃ দশম শ্রেণির এক ছাত্রীকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিল বানর! এতে মাথায় চোট পায় ওই কিশোরী। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের সিওয়ান জেলার ভগবানপুর থানাধীন মাঘার গ্রামে। এ ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ওই কিশোরীর নাম প্রিয়া কুমার। সে গ্রামেরই একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত। সামনে তার মাধ্যমিক পরীক্ষা। শীতের দুপুরে বাড়ির ছাদে বসে রোদ পোহাতে পোহাতে পড়াশোনা করছিল সে।

এমন সময়ই নেমে আসে বিপদ। আচমকা ছাদে চলে আসে এক দল বানর। এতে ভয় পেয়ে যায় প্রিয়া। ছাদ থেকে সিঁড়ির কাছেও যেতে পারেনি সে।

বানরগুলো কিশোরীকে বারবার আক্রমণ করছিল। চিৎকার শুনে গ্রামের লোকজন তাদের বাড়ির সামনে জড়ো হয়েছিল। নীচ থেকে তারাও চিৎকার করছিল। পেছাতে পেছাতে একেবারে ছাদের কিনারায় চলে যায় কিশোরী। ঠিক তখনই একটি বানর তাকে সজোরে ধাক্কা মারে।

এতে কিশোরী নিজের ভারসাম্য ধরে রাখতে পারেনি। পড়ে যায় ছাদ থেকে। এতে মাথার পিছনে গুরুতর আঘাত পায় কিশোরী। রক্তাক্ত অবস্থায় তাকে সিওয়ান সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

গ্রামবাসীর অভিযোগ, গত কয়েক দিন ধরে এলাকায় বানরের উৎপাত বেড়েছে। বানরের উৎপাতে অতিষ্ঠ পথচারী মানুষও। জানলা দিয়ে বাড়িতে ঢুকে পড়া থেকে শুরু করে যখন তখন আক্রমণ করে বসে বানর।

ভগবানপুর থানার এসএইচও সুজিত কুমার চৌধুরী জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ওই গ্রামে যায়। কিন্তু কিশোরীর পরিবার ময়নাতদন্তে সম্মতি দেয়নি। থানায় কোনও অভিযোগও দায়ের করেনি।

সূত্র: এনডিটিভি

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ