নিজস্ব প্রতিবেদকঃ ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি জানিয়েছেন, তিনি ল্যাবড়াছ্যাবড়া প্রকৃতির ছেলেদের প্রতি আকৃষ্ট নন। তার পছন্দের পুরুষ হতে হবে ব্যক্তিত্বসম্পন্ন এবং পশুপাখি ভালোবাসার মানসিকতা থাকতে হবে।
পূজা আরও বলেন, "বিড়াল বা অন্যান্য পশুপাখি ভালোবাসে না এমন কাউকে বিয়ে করার প্রশ্নই আসে না।"
বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, "এখনো বিয়ের সময় আসেনি। ক্যারিয়ার মাত্র শুরু করেছি। বিয়ের জন্য আরও ২০ বছর অপেক্ষা করতে পারি। আপাতত আমি সিঙ্গেল থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।"
পূজা চেরির এই বক্তব্য তার ভক্তদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তার মতে, ভবিষ্যতে যার সঙ্গে তিনি জীবনের বাঁধনে আবদ্ধ হবেন, তাকে অবশ্যই দায়িত্বশীল এবং পশুপাখি-প্রেমী হতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho