আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

শেরপুরে আন্তঃউপজেলা কাবাডি টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন

 

শেরপুর প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-শ্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে আন্তঃউপজেলা কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার বিকালে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ওই খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ৩০ পয়েন্ট পেয়ে সদর উপজেলা কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ১৬ পয়েন্ট পেয়ে ঝিনাইগাতী উপজেলা কাবাডি দল রানার্সআপ হয়।

ফাইনাল খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়ানুরাগী সুধী-দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ কাবাডি প্রতিযোগিতায় জেলার ৪ উপজেলা কাবাডি দল অংশগ্রহণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ