রাউফুর রহমান পরাগ : আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মহাসড়কে অবৈধ অটোরিকশা, থ্রি হুইলার চলাচল বন্ধে অভিযান চালিয়েছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় দুইশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ ও বেশ কয়েকটি অটোরিকশা জব্দ করে হাইওয়ে পুলিশের একটি টিম।
হাইওয়ে পুলিশ জানায় সতর্কতা মূলকভাবে আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে জরিমানা বা আটক করা হয়নি। তবে পরবর্তীতে কঠোর অবস্থান নেওয়া হবে এবং অভিযান চলমান থাকবে।