আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

মানিকগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জেলা ইমামদের সম্মেলন

আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জেলা ইমামদের সম্মেলন অনুষ্টিত হয়েছে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) জেলা সরকারি সমন্বিত ভবনের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

প্রধান অতিথিরর বক্তব্যে তিনি বলেন, দেশ ও সমাজ গঠনের ক্ষেত্রে মসজিদের ইমামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রতি জুমায় খুতবার আগে তরুণদের ঈমান আখলাক সম্পর্কে আলোচনা করার আহ্বান জানান জেলা প্রশাসক।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আতিকুর রহমান,মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আতিকুর রহমান, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, কোর্ট মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

আত্ম-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্পৃক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসনিক ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ