আফজাল হোসেন বিশেষ প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ৬ নং সিংধা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ২৮ জানুয়ারি মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় ননী গোপাল মঞ্জুশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই কৃষক সমাবেশ।
কৃষক সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ প্রান্তিক কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও নোট করে সমাধানের আশ্বাস দান করেন।
কৃষক সমাবেশে সিংধা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল গোলাম রসুল মিয়ার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট এম,এ রফিক বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক দল নেত্রকোনা জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরশাদ উদ্দিন মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক দল নেত্রকোনা জেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক সুধীন্দ্র চন্দ্র দাস, ছিলেন যুব দলের সদস্য সচিব মহিবুর রহমান রতন, ছাত্র দলের আহ্বায়ক তরিকুল ইসলাম, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, সিংধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুহেল চৌধুরী সহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।