রাউফুর রহমান পরাগ : সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) জানুয়ারী-জুন ২০২৫ সেশনের শিক্ষার্থীদের শপথ গ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গণ বিশ্ববিদ্যালয় কর্তৃৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে শপথ নিলেন বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীরা।
পরে জাতীয় স্মৃতিসৌধে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থী মাহফুজ ইকবাল বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যেন সন্ত্রাস মুক্ত, পেশীশক্তি, ইভটিজিং দখলবাজ মুক্ত হয় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন গবির বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষকগণ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
উল্লেখ্য, বেলা ১১ টায় জাতীয় স্মৃতিসৌধে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে নবীন বরণের আনুষ্ঠানিকতা শুরু হয়।