০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

টেস্টে ১০ হাজার রানের মাইলফলকে স্মিথ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০১:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

আরোকিত কন্ঠ ডেস্ক : চলতি মাসে বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষে স্রেফ ১ রানের দূরত্বে অর্থাৎ ৯৯৯৯ রানে আটকে যেতে হয় অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথকে। এক রানের আক্ষেপ নিয়েই বছর শেষ করতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। সেই আক্ষেপ মিটতে খুব বেশি সময় লাগেনি স্মিথের।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম দিনেই পূর্ণ করেছেন সাদা পোশাকে ১০ হাজার রানের মাইলফক।

২০১০ সালে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে স্মিথ সাদা পোশাকে খেলেছেন ১১৪ ম্যাচ। ৫৫.৮৬ গড়ে তার রান ছিল ৯,৯৯৯। ৩৪টি সেঞ্চুরির সঙ্গে ৪১টি ফিফটি রয়েছে তার নামের পাশে। ইতিহাসের মাত্র ১৫তম ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রান পূরণ করেন তিনি। এখন পর্যন্ত এই মাইলফলক ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার তিনজন। তারা হলেন রিকি পন্টিং (১৩৩৭৮ রান), অ্যালান বোর্ডার (১১১৭৪ রান) ও স্টিভ ওয়াহ (১০৯২৭ রান)।

১০ হাজার থেকে ৩৮ রান পেছনে ভারতের বিপক্ষে এই সিডনি টেস্ট শুরু করেছিলেন স্মিথ। আগের দুই টেস্টে দুটি সেঞ্চুরি করা ব্যাটসম্যান প্রথম ইনিংসে দারুণ শুরু করেছিলেন। কিন্তু আউট হয়ে যান ৩৩ রানে। দ্বিতীয় ইনিংসে প্রয়োজন পড়ে কেবল ৫ রানের।

এবার তার ইনিংস শেষ ৪ রানে। টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করা পঞ্চদশ ব্যাটার তিনি। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত এই সীমানা পেরিয়েছেন কেবল তিনজন-রিকি পন্টিং, অ্যালান বোর্ডার ও স্টিভ ওয়াহ।

Tag :
About Author Information

জনপ্রিয়

মধুখালীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

টেস্টে ১০ হাজার রানের মাইলফলকে স্মিথ

প্রকাশের সময়ঃ ০১:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

আরোকিত কন্ঠ ডেস্ক : চলতি মাসে বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষে স্রেফ ১ রানের দূরত্বে অর্থাৎ ৯৯৯৯ রানে আটকে যেতে হয় অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথকে। এক রানের আক্ষেপ নিয়েই বছর শেষ করতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। সেই আক্ষেপ মিটতে খুব বেশি সময় লাগেনি স্মিথের।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম দিনেই পূর্ণ করেছেন সাদা পোশাকে ১০ হাজার রানের মাইলফক।

২০১০ সালে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে স্মিথ সাদা পোশাকে খেলেছেন ১১৪ ম্যাচ। ৫৫.৮৬ গড়ে তার রান ছিল ৯,৯৯৯। ৩৪টি সেঞ্চুরির সঙ্গে ৪১টি ফিফটি রয়েছে তার নামের পাশে। ইতিহাসের মাত্র ১৫তম ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রান পূরণ করেন তিনি। এখন পর্যন্ত এই মাইলফলক ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার তিনজন। তারা হলেন রিকি পন্টিং (১৩৩৭৮ রান), অ্যালান বোর্ডার (১১১৭৪ রান) ও স্টিভ ওয়াহ (১০৯২৭ রান)।

১০ হাজার থেকে ৩৮ রান পেছনে ভারতের বিপক্ষে এই সিডনি টেস্ট শুরু করেছিলেন স্মিথ। আগের দুই টেস্টে দুটি সেঞ্চুরি করা ব্যাটসম্যান প্রথম ইনিংসে দারুণ শুরু করেছিলেন। কিন্তু আউট হয়ে যান ৩৩ রানে। দ্বিতীয় ইনিংসে প্রয়োজন পড়ে কেবল ৫ রানের।

এবার তার ইনিংস শেষ ৪ রানে। টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করা পঞ্চদশ ব্যাটার তিনি। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত এই সীমানা পেরিয়েছেন কেবল তিনজন-রিকি পন্টিং, অ্যালান বোর্ডার ও স্টিভ ওয়াহ।