স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জে মেহনতী মানুষ এবং দিনমজুরদের পাশে থাকেন মো. তোজাম্মেল হক তোজা। তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও হতদরিদ্রের মাঝে অর্থ এবং শীতবস্ত্র প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন বলে জানা গেছে।
তিনি অত্র মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক জেলা ছাত্রনেতা এবং দৌলতপুর উপজেলার সাবেক চেয়ারম্যানসহ বিএনপি’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
তিনি বলেন, এত বছর স্বৈরাচার সরকার মেহনতি খেটে খাওয়া দিনমজুরদের হক নষ্ট করেছেন। তাদের উন্নয়নের লক্ষ্যে কোন কাজ করেননি, বরং দেশের সম্পত্তি লুটপাট করে দেশকে ঋণগ্রস্ত করে গেছেন। বেগম জিয়াকে বিরোধী দলীয় সরকার দীর্ঘ বছর কারাগারে আটকিয়ে রেখেছেন। আমার নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে দেশের বাইরে রেখেছেন। মহান আল্লাহ এই অত্যাচারীদের দেশ থেকে বিতাড়িত করেছে। আমার নেতা জনাব তারেক রহমান দেশকে ভালোবাসে দেশের পক্ষে কাজ করে। দেশকে সন্ত্রাস মুক্ত এবং দেশের উন্নয়ন চাইলে সকল মানুষকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
মানিকগঞ্জ ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী তোজাম্মেল হক তোজা আরো বলেন, শিবালয়, ঘিওর, দৌলতপুরের মানুষের পাশে থেকে কাজ করি। আমি জানি সকল মানুষ আমাকে ভালোবাসে। যত রকম
অন্যায়-অবিচার, স্বৈরাচার সকলের বিরুদ্ধে কাজ করি। সকলে আমাকে পাশে রাখবেন ধানের শীষ কে সমর্থন করবেন এটাই প্রত্যাশা।