স্টাফ রিপোটারঃ গাজীপুরের কাশিমপুরে লোভনীয় অফার দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বারাকা ইসলামী এন্ড সি লিঃ নামে এক সমিতির বিরুদ্ধে। এবিষয়ে থানায় একাধিক অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা।
সূত্রে জানা গেছে, বারাকা ইসলামী এন্ড সি লিমিটেড এনজিও গাজীপুর মহানগরীর ৬ নং ওয়ার্ড কাশিমপুর জিতারমোড় এলাকায় অফিস নিয়ে লিফলেট বিতরণ করে এবং লোভনীয় অফার দেখিয়ে দুই থেকে আড়াইশ গ্ৰাহকের কাছ থেকে হাতিয়ে নেয় কয়েক কোটি টাকা।
এসবের মধ্যে রয়েছে,লাখে দশ হাজার টাকা সঞ্চয় ফি অগ্ৰীম, ভর্তি ফি ৩ থেকে ৬ হাজার,অডিট ফি দুই থেকে চার হাজার টাকা।
এবিষয়ে, ভুক্তভোগীরা ম্যানেজার কালাম হোসেন ভূঁইয়া সোহাগ,সহকারী ম্যানেজার মাহাফুজুর রহমান শিমুল,অডিট অফিসার রাজীব ও ৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব মীর আসাদুজ্জামান তুলার বড় ভাই এ্যাডভাইজার (বারাকা ইসলামী এন্ড সি লিঃ)মীর আমিরুজ্জামান সন্ধ্যা ও মাঠকর্মী নুপুর ও জান্নাতীকে আসামি করে কাশিমপুর থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
জিএমপি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাইফুল ইসলাম জানান,বারাকা ইসলামী এন্ড সি লিঃ সমিতির বিরুদ্ধে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার একাধিক অভিযোগ পেয়েছি।তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।