আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

আশুলিয়ায় ৬টি ইটভাটাকে ৩৬ লাখ টাকা অর্থদন্ড

 

 

রাউফুর রহমান পরাগ : আশুলিয়ায় অভিযান চালিয়ে ৬টি ইটভাটাকে ৩৬ লাখ টাকা অর্থদন্ড করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় ভেঙ্গে দেয়া হয় দুটি ভাটার চিমনি।

বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহি মেজিস্ট্রেট আবদুল্লা আল মামুনের নেতৃত্বে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

নির্বাহি মেজিস্ট্রেট আবদুল্লা আল মামুন জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধ করতে নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজ আশুলিয়ায় বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় পরিবেশের ছাড়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়  অবৈধভাবে ভাটা পরিচালনার দায়ে ৬টি ইট ভাটার মালিককে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয় এবং দুটি ভাটার চিমনি ভেঙ্গে দেয়া হয়। অবৈধভাবে পরিচালিত ইট ভাটার বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহি মেজিস্ট্রেট।

অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ