০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল সিমান্তে ডায়মন্ড জুয়েলারীসহ আটক ১

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১০:১৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শার পাঁচভুলট সিমান্ত থেকে ডায়মন্ডের আংটি ৭ পিচ পায়েল ২ পিচ, বেচলেট ১ পিচ বালা ৩ পিচ ও নাকফুল ১২ পিচসহ ১ জন আসামী এবং ১ টি ব্যাটারি চালিত ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলো, শার্শা থানার পাঁচভুলট গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে হাফিজুর রহমান।

২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভূলট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসবে। এমন সংবাদের ভিত্তিতে পাঁচভূলট বিওপি’র টহল দল সীমান্ত পাঁচভূলট গ্রামস্থ বদিপাড়া রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান নেয়। এ সময় পাঁচভূলট অভিমূখে ব্যাটারী চালিত ভ্যানযোগে একজন ব্যক্তিকে আসতে দেখে টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজনে তাকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরে অভিনব কায়দায় লুকায়িত ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের ৭ টি আংটি, ২ টি পায়েল, ১ টি বেচলেট, ৩ টি বালা, ও ১২ টি নাকফুল এবং ১টি ব্যাটারীচালিত ভ্যান আটক করা হয়।

জব্দকৃত ডায়মন্ডের আনুমানিক সিজার মূল্য ৯,৬০,৪৫,০৭০/- (নয় কোটি ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার সত্তর টাকা) বলে জানান বিজিবি’র ঐ কর্মকর্তা।

তিনি আরো জানান, জব্দকৃত ডায়মন্ডের জুয়েলারী যশোর ট্রেজারী অফিসে জমা রাখা হবে। এবং ভ্যানসহ আটক আসামীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মানিকগঞ্জ ঘিওরে তীব্র শ্রমিক সংকট, ধান কাটা নিয়ে বিপাকে কৃষক

বেনাপোল সিমান্তে ডায়মন্ড জুয়েলারীসহ আটক ১

প্রকাশের সময়ঃ ১০:১৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শার পাঁচভুলট সিমান্ত থেকে ডায়মন্ডের আংটি ৭ পিচ পায়েল ২ পিচ, বেচলেট ১ পিচ বালা ৩ পিচ ও নাকফুল ১২ পিচসহ ১ জন আসামী এবং ১ টি ব্যাটারি চালিত ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলো, শার্শা থানার পাঁচভুলট গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে হাফিজুর রহমান।

২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভূলট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসবে। এমন সংবাদের ভিত্তিতে পাঁচভূলট বিওপি’র টহল দল সীমান্ত পাঁচভূলট গ্রামস্থ বদিপাড়া রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান নেয়। এ সময় পাঁচভূলট অভিমূখে ব্যাটারী চালিত ভ্যানযোগে একজন ব্যক্তিকে আসতে দেখে টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজনে তাকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরে অভিনব কায়দায় লুকায়িত ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের ৭ টি আংটি, ২ টি পায়েল, ১ টি বেচলেট, ৩ টি বালা, ও ১২ টি নাকফুল এবং ১টি ব্যাটারীচালিত ভ্যান আটক করা হয়।

জব্দকৃত ডায়মন্ডের আনুমানিক সিজার মূল্য ৯,৬০,৪৫,০৭০/- (নয় কোটি ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার সত্তর টাকা) বলে জানান বিজিবি’র ঐ কর্মকর্তা।

তিনি আরো জানান, জব্দকৃত ডায়মন্ডের জুয়েলারী যশোর ট্রেজারী অফিসে জমা রাখা হবে। এবং ভ্যানসহ আটক আসামীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।