আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

শেরপুরে প্রাথমিক শিক্ষক সমিতি’র উদ্যোগে অসহায় দুস্থ ও আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার উদ্যোগে অসহায় দুস্থ ও আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে সীমান্ত ঘেষা গারো পাহাড়ের রাংটিয়া এলাকায় ৫০ জন অসহায় দুস্থ ও আদিবাসীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

ঝিনাইগাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস,এম, রমজানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান মো: আলমগীর হোসাইন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওবায়দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর জেলার সভাপতি মো: মিজানুর রহমান, সহ সভাপতি ও শেরপুর সদর উপজেলা শাখার সভাপতি মো: জাহিদ হাসান, ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মোঃ সালেহ আহমেদ, শেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম সোহাগ, নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন, সদর নির্বাহী সম্পাদক মো: সারোয়ার হোসাইন বাবু, প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলার সাংগঠনিক সম্পাদক হাসান মোহাম্মদ নকীব, নির্বাহী সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো: আব্দুস সাত্তার, সহ- সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, সহ-সভাপতি মোঃ শুকুর আলী, উপদেষ্টা মোঃ মমিনুল ইসলাম, শিক্ষক আশরাফুল ইসলাম ও যুগল কিশোরসহ আরো অনেকেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ