নিজস্ব প্রতিবেদকঃ ওপার বাংলার অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। মাস তিনেক আগে বিয়ে করেন অভিনেত্রী। এর এক মাসের মাথায়ই আনেন অন্তঃসত্বার খবর! এতে রীতিমতো কটাক্ষের মুখেও পড়েছিলেন অভিনেত্রী। এবার তবে সুখবরই দিলেন।
সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন রূপসা। শুক্রবার জানালেন সেই সুখবর। গত বছর অক্টোবরে বিয়ে করেছিলেন তিনি। অর্থাৎ বিয়ের তিন মাসের মাথায় সন্তানের মা হলেন অভিনেত্রী।
অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘গত ২৬শে জানুয়ারি আমি সন্তানের জন্ম দিয়েছি। এখন বাড়ি ফিরে এসেছি। আমরা দুজনেই পুরোপুরি সুস্থ। সকলে আর্শীবাদ করবেন।’
এদিকে সামাজিক মাধ্যমে পরিবারের নবাগত সদস্যকে নিয়ে কিছু আদূরে মুহূর্তও ভাগ করে নেন রূপসা ও তার স্বামী সায়নদীপ। ছবিতে দেখা গেল মায়ের আঙুল ধরে রয়েছে একরত্তি। আর ক্যাপশনে লেখা- ‘বিলম্বিত সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং সেইসঙ্গে নিজেকেও বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা।’
তবে পুত্রসন্তান এল না কন্যাসন্তান, সেটা অবশ্য পোস্টে উল্লেখ করেননি তারা। কারণ দিন কয়েক আগেই সাধভক্ষণের অনুষ্ঠানে ‘ছেলে না মেয়ে হবে’ পারিবারিক সদস্যদের নিয়ে ভোট চ্যালেঞ্জ করে কটাক্ষের শিকার হতে হয়েছিল দম্পতিকে। সেই কারণেই সম্ভবত সন্তানের লিঙ্গ প্রকাশ্যে আনেনি রূপসা-সায়নদীপ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho