আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

আশুলিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৬

 

রাউফুর রহমান পরাগঃ আশুলিয়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলায় ৬জন-কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি ) দুপুর ১২টা সময় বিষায়-টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। এসময় তিনি বলেন,গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় এস আই মোঃ মাহমুদুল হাসান,এস আই শেখ মাসুম আল মামুন,এস আই মোঃ ইদ্রিস আলী,এস আই মোঃ সোহেল আল আল মামুন ও এএসআই হারুনুর রশিদ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলায় ৬জন-কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামি হলো: (১) মোঃ কামাল হোসেন (২০) পিতা-মোঃ সফিক,গ্রাম-রুহিতারপাড় খানবাড়ী ,ওয়ার্ড নং-৭,ধান্য-মতলব (উত্তর),জেলা-চাঁদপুর। (২) মোঃ এখলাছুর রহমান (২৮) পিতা- মোঃ আব্দুল বাছেদ,গ্রাম-ছোট বাখরা,থানা-কাহালু,জেলা-বগুড়া। (২৩) মোঃ জাহাঙ্গীর হোসেন (২৫), পিতা-মৃত আতিয়ার রহমান,গ্রাম শ্যামলাগাছী,থানা-শার্শা,জেলা-যশোর,বর্তমান সাং-বাইপাইল বসুন্ধরা রাসেল এর বাড়ীর ভাড়াটিয়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা। (৪) মোঃ মিনু ওরফে মুন্না (৪০),পিতা- মোঃ আব্দুর রশিদ,গ্রাম-ভান্ডারবাড়ী,থানা-ধনুট,জেলা-বগুড়া,বর্তমান-আতোয়ার এর বাড়ীর ভাড়াটিয়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা। (৫) মোঃ নাহিন ইসলাম ওরফে নাদিম (২২),পিতা-আতোয়ার রহমান ওরফে আবুল পাগলা,
স্থায়ী ঠিকানা কলাবাগান থানা-আদমদিঘী,জেলা-বগুড়া,বর্তমান ঠিকানা- আতোয়ার এর বাড়ীর ভাড়াটিয়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা। (৬) মোঃ রাসেল,পিতা-সুরুজ কাজী,গ্রাম-নয়াপাড়া,থানা- আশুলিয়া,জেলা-ঢাকা।

উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এস’পি স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে,এই অভিযান-টি তার একটি অংশ। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে সেই মামলায় তাদের-কে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও আমাদের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ