নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
রবিবার (০২ ফেব্রয়ারী) সকাল সোয়া নয়টা থেকে শুরু হওয়া মোনাহাতে বিশ্ব শান্তির আশায় যে যেখান থেকে সম্ভব আল্লাহর দরবারে তাদের আকুতি জানান।
ভোর থেকেই বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতে অংশ নিতে ঘন কুয়াশা, শীত ও নানা ভোগান্তি উপেক্ষা করে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানমুখী মুসল্লিদের ঢল নামে।
বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ।
এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।