আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

তারুণ্যের উৎসবে শুরু হলো বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট

 

নিজস্ব প্রতিবেদকঃ তারুণ্যের উৎসবে বিকেএসপি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট।

রবিবার (০২ ফেব্রয়ারী) বিকেলে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

৫ দিনের এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা, ক্লাব, ফেডারেশন ও প্রতিষ্ঠানের হয়ে ২৪ টি দলের মোট ১১২ জন তরুণ-তরুণী ৯টি ইভেন্টে অংশগ্রহণ করেছে।

খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ টুর্ণামেন্ট বলে জানান বিকেএসপির মহাপরিচালক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ