আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

আশুলিয়ায় শেষ হয়েছে বিএনসিসির ১০ দিন ব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিং

 

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার আশুলিয়ায় শেষ হয়েছে রমনা রেজিমেন্টের আয়োজনে ১০ দিন ব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিং ২০২৫।

সোমবার (৩ ফেব্রুয়ারী) সকালে বিএনসিসি প্রশিক্ষণ একাডেমিতে সমাপনি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ।

এ সময় রমনা রেজিমেন্টের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন বিএনসিসিও সহ ৬৬২ জন ক্যাডেট এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহনে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।

বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ বলেন, দেশ ও জাতির সেবায় নিজেদের আত্মনিয়োগে উৎসাহিত করতে এ ক্যাম্প ভূমিকা রাখবে, শুধু তাই নয় স্বেচ্ছাসেবী মনোভাব বিকাশে উদ্বুদ্ধকরণ, দৃঢ় চরিত্র গঠনেরও এ প্রশিক্ষণ কাজে আসবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রমনা রেজিমেন্টের ভারপ্রাপ্ত রেজিমেন্ট কমান্ডার মেজর এম এ রাকিব, মেজর কাজী মোঃ আশ্রাফুল আলম, মেজর এম এ রাকিব এ্যাডজুটেন্ট, মোঃ মনজুরুল হাসান, মেজর কাজী মোঃ আশ্রাফুল আলম সহ আরও অনেকেই।

ক্যাম্পিং-এ বিভিন্ন সামরিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও আত্মোন্নয়ন প্রতিযোগিতার আয়োজন ও সমন্বয়কারি অফিসার হিসেবে ছিলেন মেজর মোঃ মনজুরুল হাসান, এ্যাডজুটেন্ট ৫ বিএনসিসি ব্যাটালিয়ন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ