আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

কালীগঞ্জে কনে নিয়ে বাড়ী ফেরার পথে বরের মৃত্যু 

সহিদুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে বাড়ী ফেরার পথে স্ট্রোক করে বর জাহিদুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে  বর জাহিদুল বিয়ে করে কনে নিয়ে ফেরার পথে উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের পুত্র।

জানা গেছে , কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় বিয়ে করার জন্য  কনের বাড়িতে যায় জাহিদুল । বিয়ে পড়ানো শেষে নববধূকে  নিয়ে বাড়ী ফেরার পথে বর জাহিদুল তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজ এলাকায় অসুস্থ হয়ে পরে। পরে বর যাত্রীরা অসুস্থ অবস্থায় জাহিদুল কে রংপুর মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, নববিবাহিত জাহিদুলের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তদন্তের পর জানা যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ